আপনি কি অনলাইনে প্রতারিত হচ্ছেন?

যারা অনলাইনে পণ্য ক্রয়/বিক্রয় নিয়ে প্রতারণা করেন বা পণ্যের জন্য টাকা নিয়ে তা সরবরাহ করেন না বা গুনগত মানের পণ্য না দিয়ে নিন্মমানের পণ্য সরবরাহ করে প্রতারণা করেন তাদের বিরুদ্ধে ভুক্তভুগীরা ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩/২৪/৩৫ ধারায় মামলা করতে পারেন।
কোথায় আর কিভাবে করবেন?আপনি যেখানে অবস্থান করাকালীন প্রতারিত হয়েছেন সেই থানায় মামলা করতে হবে;
মামলা করতে কি কি প্রয়োজন হয়?১। অনলাইনে কোম্পানির বা পেজের বা গ্রুপের এবং বিজ্ঞাপনের লিংকসহ কোন সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হয়েছে তার নাম;২। কোন পণ্যের জন্য, কত তারিখে, কিভাবে, কোন মাধ্যমে, আর কোথায় কত টাকা দিয়েছেন তার প্রমাণ (স্ক্রিনশট);৩। তাদের সাথে কনভার্সেশন এর বিবরণ;৪। কোন সাক্ষী থাকলে তাদের নাম-ঠিকানা;৫। প্রতারিত হওয়ার অন্যান্য প্রমাণ।উক্ত প্রমাণ ও তথ্য নিয়ে আপনি নিকটস্থ থানায় গিয়ে মামলা করতে পারেন।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started